Tuesday, January 3, 2012

শব্দের ইতিহাসঃ প্লেটো’র বিদ্যায়তন ‘অ্যাকাডেমি’! (গোড়ার কথা)

সব কিছুরই একটা আরম্ভ থাকে| একটা শুরু আছে| যাকে আমরা সোজা ভাষায় বলি গোড়ার কথা | বরাবরই এই গোড়ার কথা, এই আরম্ভের ইতিহাস আমায় আকর্ষণ করে | নানা বস্তু আচার ব্যবহার নানা নাম এর উত্পত্তি কোথা থেকে ? কি ভাবেই বা শুরু হয়েছিল সব সেই কথা জানতে খুব ইচ্ছে করে | সেই সব কথা জানতে গিয়ে জানতে হয়েছে নানা শব্দের উত্পত্তির ইতিহাস | তাই গোড়ার কথা বলতে গিয়ে দেখলাম শব্দ দিয়ে শুরু করাই শ্রেয় | শব্দের উত্পত্তির ইতিহাস নিয়ে যে বিদ্যা তাকে ইংরাজিতে বলা হয় Etymology |  সে ভারী কঠিন বিষয় | আমরা বরং সে সব কঠিন বিষয়ে না গিয়ে সে সব উত্পত্তির পেছনে যে সব ইতিহাস আছে আকর্ষনীয় গল্প আছে সে সব জানতে চেষ্টা করব | কোন শব্দ দিয়ে শুরু করব এটা ভাবতে গিয়ে মনে হলো বাংলা ভাষায় বরাবরই আমরা নানা বিদেশী শব্দ কে আপন করে গ্রহণ করে নিয়েছি | আর আজ ইন্টারনেট এর যুগে ক্রমশ সংকুচিত হয়ে আসা বিশ্বে বিশেষ ভাবে বেশ কিছু ইংরাজি শব্দর মানে বুঝতে শিক্ষিত অশিক্ষিত ভেদে আর কারুরই অসুবিধে হয় না | এমন কি অনেক সময়েই দেখি আমরা সে সব বহুল ব্যবহৃত ইংরাজি শব্দের বাংলা প্রতিশব্দ বেমালুম ভুলে গেছি আমরা | এক ভাষা থেকে আরেক ভাষায় শব্দের এই নিরন্তর স্বাভাবিক চলাচল প্রতি ভাষাকে সমৃদ্ধ করে নুতন খাতে বইয়ে দেয় | তাই সেরকম কিছু পরিচিত শব্দ দিয়ে শুরু করছি গোড়ার কথা| আমি বিশ্বাস করি জানার কোনো শেষ নেই, তাই এখানে আমি যতটুকু জানি তা বলব, সেটা কিন্তু শেষ কথা নয়, আমি আশা করব যারা এই ব্লগ পড়বেন  তারাও এখানে তাদের মতামত দিয়ে আমাদের আরো জানতে সাহায্য করবেন | 

শব্দের ইতিহাসঃ প্লেটো’র বিদ্যায়তন ‘অ্যাকাডেমি’!

আমাদের চেনা পরিচিত নানা স্কুল এবং শিক্ষা ও বিশেষ বিদ্যাচর্চার প্রতিষ্ঠান এর নামের সাথে এই আকাদেমি শব্দটি ব্যবহৃত হয়ে থাকে | এছাড়াও অনেক বিখ্যাত প্রতিষ্ঠানও তাদের নামের সাথে আকাদেমি শব্দটি ব্যবহার করে থাকেন যেমন সাহিত্য আকাদেমি, রয়াল  আকাদেমি, স্পোর্টস আকাদেমি ইত্যাদি | সুতরাং এটা বোঝা যাচ্ছে এই শব্দটির  সাথে শিক্ষার ওতপ্রোত যোগ আছে | কি সেই যোগ ? সেটা জানতে গেলে আমদের চলে যেতে হবে খ্রিষ্ট পূর্ব ৩৮০ অব্দে গ্রিস দেশে | সেসময় গ্রিসের মধ্যগগনে উজ্জ্বল বিখ্যাত দার্শনিক প্লেটো Plato | এথেন্স শহরের উত্তরে পৌরানিক এক বীর যোদ্ধা অকাদেমুস বা হেকাদেমুস এর স্মৃতিবাহী এক অলিভ কুঞ্জ ছিল যার নাম ছিল আকাদেমিয়া |  এখানেই প্লেটো তার বিদ্যাপীঠ বা আশ্রম প্রতিষ্ঠা করেন | আর সেই থেকে প্লেটোর আশ্রমের নাম হয় আকাদেমি| এই আশ্রমেই তাঁর বাছাই করা শিষ্যদের কাছে চল্লিশ বছর ধরে (৩৮৭ -৩৪৭ খ্রি: পু:) প্লেটো তাঁর দার্শনিক তত্ত্ব ব্যাখ্যা করেন | প্লেটোর আকাদেমির প্রবেশ দ্বারে লেখা থাকত " গণিতে অজ্ঞদের প্রবেশ নিষেধ ]| ৩৪৭ সালে প্লেটোর মৃত্যুর পর আকাদেমির শিক্ষাকার্য থেমে থাকেনি | এরপর প্রায় এক হাজার বছর এই আকাদেমির অস্তিত্ব বজায় ছিল|  শেষে ৫২৫ খ্রিষ্টাব্দে রোম সম্রাট জাস্তিনিয়ান আকাদেমি তুলে দেন | বিশুদ্ধ জ্ঞানচর্চার এই আশ্রমের মূল চর্চার বিষয় ছিল গনিত, জ্যোতির্বিজ্ঞান আর সংগীত | প্লেটো স্বয়ং এই প্রতিষ্ঠানের চরিত্র আর সুর বেধে দিয়েছিলেন | আজ আমাদের কালের সব বিশ্ববিদ্যালয় ও জ্ঞানচর্চার প্রতিষ্ঠানের আদিরূপ হলো এই আকাদেমি | এখানে তোমাদের জানিয়ে রাখি এই আকাদেমিতেই ছিলেন প্লেটোর অন্যতম প্রিয় শিষ্য আরেক যুগন্ধর দার্শনিক আরিস্টটল Aristotle | আরিস্টটল পরে আকাদেমি ছেড়ে বেরিয়ে আসেন এবং গুরুর মৃত্যুর পর ৩৩৫ খ্রিস্টপূর্বাব্দে Lyceum নামে আরেক পাল্টা শিক্ষাপ্রতিষ্ঠান তৈরী করেন ]|  

প্লেটো


প্রাচীন পম্পেই সহর থেকে পাওয়া মোজাইক চিত্রে প্লেটোর আকাদেমির দৃশ্য 

ইতালীয় শিল্পী রাফাএল এর আঁকা বিখ্যাত ছবি "দি স্কুল অফ এথেন্স" এর অংশ  - বাঁ দিকে গুরু প্লেটো আর ডানদিকে শিষ্য আরিস্তোতল   


বর্তমানে এথেন্সএর এখানেই ছিল প্রাচীন সেই আশ্রম  আকাদেমি |



বর্তমানে এথেন্সএর এখানেই ছিল প্রাচীন সেই আশ্রম  আকাদেমি |

প্লেটোর সেই আকাদেমি কেমন দেখতে ছিল এখনকার স্থপতিরা  তা দেখাচ্ছেন 

Sunday, January 1, 2012

বিশ্ব জগৎ - ব্লগ পরিচিতি।

বিশ্ব-জগৎ
আমার নাম বিশ্বনাথ দাশগুপ্ত। এটা আমার ব্লগ। আমার চিন্তা ভাবনার জগৎ। বিশ্ব-জগৎ। জানতে সবাই ভালবাসে, সেই জানাকে যদি একটু মজার করে জানা যায় তবে জানার আগ্রহটা অবশ্যই বেড়ে যায়। আমি বাঙলাতে ব্লগ লিখতে বসেছি, কারণ আমি চাই যারা বাংলাতে লেখাপড়া করে তাদের আরো কাছে পৌছতে। মূলত ছোটদের জন্য, যাদের ইংরাজি বলে ইয়ং অ্যাডাল্ট, সোজা কোথায় কিশোর কিশোরীদের জন্যই আমি লিখব। গত কয়েক বছর থেকে আমি ছোটদের জন্যে নানা বিষয়ে লিখেছি, লিখছি। এই ব্লগে সেই সব কিছু লেখা আর নতুন অনেক তথ্য আসবে। সেই সব লেখা আরো ছড়িয়ে দিতে এই ব্লগ এর শুরু। যাদের জন্য লেখা তাদের ভালো লাগলেই আমার এই প্রয়াস সার্থক হবে। 
তবে এখানে যে যে বিষয়ে লেখা আসবে তা বড়দের বা অ্যাডাল্টদের ও ভালো লাগবে এ আমার বিশ্বাস, বিশেষ করে যাদের জানার ইচ্ছে এখনো প্রবল এবং জেনে যারা অনাবিল আনন্দ পান তারাও এখানে এসে রসাস্বাদন করে তাঁদের মূল্যবান মতামত জানালে আমি কৃতজ্ঞ হব।   





Followers